মুভির নাম :- The Green Mile (1999)
এইখানে মুভির একটা রিভিউ তুলে ধরা হয়রছে ।
মুভিটা সম্পর্কে একটা ধারণা দেয়ার জন্য । রিভিউটা পড়তে থাকুন ততক্ষনে অটোমেটিক ভাবে আপনাকে ডাওনলোড পেজে নিয়ে যাবে
_____________________________________________
আমি যে গুলো মুভি দ্বিতীয়বার আর দেখবো না সেই তালিকায় এই মুভির স্থান সবচেয়ে উপরে থাকবে। কারণ প্রথমবারে যে ইমোশনাল হয়েছি তা আর হতে চাই না। ১৯৯৬ সালে স্টিফেন কিং এর প্রকাশিত উপন্যাস দ্যা গ্রীন মেইল এর অবলম্বনে এই মুভি একই নাম দিয়ে নির্মাণ করেছে ফ্রাঙ্ক দারাবন্ট। এইটা শুধু মুভি না তার চেয়েও বেশি কিছু।
কারাগারে অনেকেই থাকে কিন্তু সবাই কি আসলে অপরাধী! অনেক নির্দোষ ব্যক্তি কোনো না কোনো কারাগারে আছেই। তো এই মুভি একটি কারাগার একটি ব্লক কে কেন্দ্র করে। যে ব্লকে রাখা হয় মৃত্যুদণ্ডের আসামীদের। সেই কারাগারের নাম দেওয়া হয়েছে মেইল। আর গ্রীন কে শেষ ঠিকানা হিসেবে বলা হয়েছে। তো এই কারাগারের সুপারভাইজার পল। একদিন সেই কারাগারে দুই শিশু হত্যার দায়ে জন কফি নামে একজন কে নিয়ে আসা হয়। কিন্তু সে এতটাই নিষ্পাপ ছিল যে কেউ তাকে মার্ডার ভাবতে নারাজ। এক সময় কিছু মিরাক্কেলও ঘটতে থাকে। তো জন কফি মার্ডারার ছিল? কি মিরাক্কেল ঘটেছে?
টম হ্যাংকসের ক্যারিয়ারে যে কয়েকটা সেরা মুভি আছে তারমধ্যে এইটা অন্যতম। আর অভিনয়ের কথা বলতে গেলে জীবন্ত অভিনয় ছিল। সবকিছু এতটাই পারফেক্ট তা বলে বুঝানো যাবে না। আর মাইকেল ক্লার্ক ডানকান এর কথা কি বলবো। তার অভিনয় দেখে যে কেউ ইমোশনাল হয়ে যাবে। বিশেষ করে শেষের দিকে বস আমি অন্ধকারের থাকতে পারিনা ওই সিনে। এছাড়াও অনেকে অভিনয় করেছে কাউকে ভালো লাগবে তো কাউকে একদম সহ্য হবে না।
তিন ঘন্টা প্লাস মুভি কিন্তু এক সেকেন্ডের জন্য বোরিং হওয়া তো দূরের কথা চোখ ফালাতে পর্যন্ত পারিনি। এত সুন্দর স্ক্রিনপ্লে কি আর বলবো। লোকেশন টা একদম রিয়েলস্টিক লেগেছে। বিজিএম খুব সুন্দর। সর্বশেষ প্রতিনিয়ত বিশ্বে কত অপরাধ হচ্ছে এতে কেউ সঠিক বিচার পাচ্ছে তো কেউ পাচ্ছে না। আবার নির্দোষ কেউ ফেঁসে যাচ্ছে। এর পরিত্রাণ কি?
ধন্যবাদ।💔
___________________________________________________এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই ডাওনলোড পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি ডাওনলোড করে নিবেন
0 Comments