;

14 August

     মুভি রিভিউ 

মুভিটা Download করার আগে এই রিভিউটা পড়তে পারেন


Mini Web Series : 14 August (2020)

Genre: Crime, Drama, Thriller

***No spoiler***

২০২০ সালের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ১৪ আগস্ট। অনেকেই দেখে ফেলেছেন। আমিও দেখছি অনেক আগেই কিন্তু রিভিউ লেখা হয়ে ওঠেনি।


কাহিনি ২০১৩ সালের ঐশী হত্যামামলার ঘটনা থেকে অনুপ্রাণিত। ঐশী(তুশি) এর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। অ্যাগ্রেসিভ, বোল্ড, ডেসপ্যারেট চরিত্রের সার্থক রূপায়ণ করেছেন তিনি। অন্যান্য চরিত্রে শতাব্দী ওয়াদুদ, শাহিদুজ্জামান সেলিম, তানভীর এবং বাকী অভিনেতারা ও খুবই ভালো পারফরম্যান্স দিয়েছেন। স্পেশালি শতাব্দী ওয়াদুদের কথা না বললেই নয়। একজন দায়িত্ববান পুলিশ অভিসার এবং সাথে একজন উদ্বিগ্ন বাবার চরিত্র চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। 


সিনেমাটোগ্রাফি, বিজিএম বাংলাদেশের সাপেক্ষ সেরা। স্ক্রিনপ্লে, এডিটিং মানসম্মত  সিরিজ হিসাবে ঠিকঠাক ছিলো। কিন্তু কিছু কিছু জায়গায় একটু বেশি সময় ধরে দেখানো হয়েছে। 


সবমিলিয়ে বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রাইম ওয়েব সিরিজ। আমার কাছে ১৮+ মনে না হলেও ১৫ বছরের নিচে না দেখাই ভালো।

Mini Web Series : 14 August (2020)

Genre: Crime, Drama, Thriller


২০২০ সালের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ১৪ আগস্ট। অনেকেই দেখে ফেলেছেন। আমিও দেখছি অনেক আগেই কিন্তু রিভিউ লেখা হয়ে ওঠেনি।


কাহিনি ২০১৩ সালের ঐশী হত্যামামলার ঘটনা থেকে অনুপ্রাণিত। ঐশী(তুশি) এর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। অ্যাগ্রেসিভ, বোল্ড, ডেসপ্যারেট চরিত্রের সার্থক রূপায়ণ করেছেন তিনি। অন্যান্য চরিত্রে শতাব্দী ওয়াদুদ, শাহিদুজ্জামান সেলিম, তানভীর এবং বাকী অভিনেতারা ও খুবই ভালো পারফরম্যান্স দিয়েছেন। স্পেশালি শতাব্দী ওয়াদুদের কথা না বললেই নয়। একজন দায়িত্ববান পুলিশ অফিসার এবং সাথে একজন উদ্বিগ্ন বাবার চরিত্র চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। 


সিনেমাটোগ্রাফি, বিজিএম বাংলাদেশের সাপেক্ষ সেরা। স্ক্রিনপ্লে, এডিটিং মানসম্মত  সিরিজ হিসাবে ঠিকঠাক ছিলো। কিন্তু কিছু কিছু জায়গায় একটু বেশি সময় ধরে দেখানো হয়েছে। 


সবমিলিয়ে বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রাইম ওয়েব সিরিজ। আমার কাছে ১৮+ মনে না হলেও ১৫ বছরের নিচে না দেখাই ভালো।


সিরিজটা ব্যান হয়েছে সেটা প্রায় সকলেই জানেন। আচ্ছা, আমাদের ব্যক্তিগত জীবনে যেটা হয় বা যেটা আমরা দেখি সেটা কি পর্দায় দেখানো খুব খারাপ কিছু!? আরো এই সিরিজটা একটু প্রাপ্ত বয়স্কদের জন্য বিধায় ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হয়েছে যেখানে শিশু, কিশোর-কিশোরীদের অ্যাক্সেসের সুযোগ কম। আর যাদের সুযোগ বেশি আছে তারা শুধু এসব জিনিসেই সীমাবদ্ধ থাকে না আরো প্রাপ্ত বয়স্কদের ভিডিও দেখে থাকে। তাছাড়া এই সিরিজে কোনো নগ্ন দৃশ্যও ছিলো না। তাহলে কেন? এসব কারনে আমাদের ইন্ডাস্ট্রির এই হাল। এতে মেকারসরা সমাজের এইসব ডার্ক সাইডগুলো আর তুলে ধরতে সাহস করবেন না। তারাও রুটিন বস্তাপচা রোমান্টিক নাটক বা সিনেমাই বানাবেন। কারন এতো কস্ট করে বানিয়ে ব্যান হতে নিশ্চয়ই কেউ চাইবেন না।



এই পেজে ৫ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই Download পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি Download করে নিবেন

Your download will begin in 10 seconds



Download

0 Comments