;

Mission Extreme

     মুভি রিভিউ 

মুভিটা Download করার আগে এই রিভিউটা পড়তে পারেন


Mission Extreme কতটুকু প্রত্যাশা পূরণ করলো?

___________________________________________________________________________________

🔴মুভির নামঃমিশন এক্সট্রিম

⚫জনরাঃক্রাইম,একশন, থ্রিলার

🟢পরিচালকঃফয়সাল আহমেদ ও সানি সারোয়ার

🟡কাস্টঃ আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান,সাদিয়া নাবিলা, মনোজ প্রামানিক,সুদীপ মজুমদার, সুমিত সেনগুপ্ত, ইরেশ যাকের, শতাব্দী ওয়াদুদ,ফজলুর রহমান বাবু সহ প্রমুখ। 


কাল একবছর পর আমি কোনো সিনেমা দেখতে হলে গিয়েছিলাম।আগের বছর এই ডিসেম্বর মাসেই শেষ বিশ্বসুন্দরী দেখা হয়েছিলো হলে বসে।মিশন এক্সট্রিম নিয়ে এক্সাইটেড হওয়ায় প্ল্যান ছিলো হলে বসে দেখার।তাই দেখে আসলাম।আমার রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি।


✔️স্পয়লার-এলার্ট


⭕প্লটঃশুরুতেই দেখানো হয় জঙ্গীবাদীরা দেশে বড় কোনো অ্যাটাকের প্ল্যান করছে।এ কাজের জন্য তারা কিছু শহুরে যুবকদের বেছে নিয়েছে।ধর্মের জন্য "জিহাদের" নাম করে যুবকদের জঙ্গীবাদে উস্কিয়ে দিচ্ছে।এই অ্যাটাক আটকানোর দায়িত্ব পড়ে অ্যান্টি ট্যারোরিজম স্কোয়ার্টের কিছু সদস্যদের উপর।জঙ্গিবাদীরা কিসের অ্যাটাক করতে যাচ্ছে? আদৌ অফিসার রা এই অ্যাটাক আটকাতে পারবে কিনা? নাকি জঙ্গীবাদীরা তাদের প্ল্যানে সফল হবে? নাকি এর মধ্যে আরো কিছু ঘটবে?এ নিয়েই মিশন এক্সট্রিম।


⭕টেকনিক্যাল সাইডঃ

টেকনিক্যাল দিক থেকে অনেকটাই এগিয়ে ছিলো মিশন এক্সট্রিম।বলতে হয় ক্যামেরার কাজ ভালো ছিলো বিশেষ করে ড্রোন শটগুলো।তাছাড়াও বোম ব্লাস্ট বা বিভিন্ন পরিস্থিতিতে চরিত্রের টেক নেওয়া এরকম ক্যামেরার কাজ বাংলাদেশী সিনেমাতে দেখা যায়না।সাউন্ড ইফেক্ট(বোম ব্লাস্টের মূহুর্তে),সিনেমাটোগ্রাফি ভালো ছিলো।তবে বিজিএম,স্ক্রিনপ্লে,Vfx খুব একটা ভালো ছিলো না।বাংলাদেশ অনুযায়ী VFX মোটামুটি।"জানি তুমি ছিলে"গানটা শুনতে বেশ শ্রুতিমধুর লেগেছিলো।তবে গানের ভিউজুয়ালিটি অগোছালো লাগছে।মুভিটাতে যে ভালো বাজেট ব্যবহার করা হয়েছে তা অনেক সিনেই লক্ষনীয়।


★অভিনয়ঃ

মুভিতে তাসকিনের অভিনয় সবচেয়ে ভালো লেগেছে।সেই একমাত্র লোক যে তার চরিত্র থেকে এক চুলও সরেনি।তার ভয়েস আর লুক তাকে সিরিয়াস ভাবে নিতে বাধ্য করবে, মাথা-ঠান্ডায় প্ল্যান-একদম পার্ফেক্ট একটা ভিলেন।অারেফিন শুভ (নাবিদ আল শাহরিয়ার)চরিত্রে ভালো করেছে তবে কিছু কিছু সিনে আবার অভিনয় অ্যাভারেজ (ফ্যামিলি সিনগুলোতে)লেগেছে।শুভকে তার ফিটনেসের জন্য পুরো মুভির প্রত্যেকটা সিনে দেখতে অনেক ভালো লাগছিলো💥একশন সিনগুলোতে শুভর মুভমেন্ট লক্ষ করার মতো,কিছু সিনে তার এক্সপ্রেশন ও দূর্দান্ত লেগেছে।সাদিয়া নাবিলা(ইরা) ও সুদীপ তাদের চরিত্রে যথেষ্ট ভালো করেছে। কিন্তু বাকি সবার পার্ফরমেন্স ছিলো অ্যাভারেজ।অভিষেক হিসেবে ঐশী বলতে গেলে ভালোই তবে(একটা ইমোশনাল সিন ছাড়া)।গল্পে তার চরিত্রের গুরুত্ব তেমন ছিলো না।


⚡কি কি আরো ভালো হতে পারত বা করা যেত✔️

মিশন এক্সট্রিমের চিত্রনাট্য অনেক দূর্বল ছিলো, চিত্রনাট্য অারেকটু স্ট্রং রাখা যেত।গল্পে আরো থ্রিল,অাতঙ্ক তৈরি করা যেত। স্ক্রিনটাইম কম হওয়ায় শুভ-ঐশীর কেমিট্রি ঠিক একটা জমে উঠেনি।কিন্তু এই কম সময়েই তাদের কেমিস্ট্রি অন্য এঙ্গেলে বিল্ড-আপ করা যেত।আমার মনে হয়েছিলো (ইরা) চরিত্রের সাথে লাভ এঙ্গেল দেখাতে পারত,এটির সাথে দর্শক রিলেট করতে পারত।শুভর আলাদা একটা ভরপুর ফাইট সিন রাখা যেত,(শুধু একটা চেজ সিন ছিলো🙃)।ইনভেস্টিগেশন আরো ডিইটেলে দেখানো যেত।একটা সিন ছিলো যেখানে অফিসারদের সরাসরি সেইভ হাউজে (০১) এ অভিযান করতে দেখা যায় কিন্তু এই জায়গার ঠিকানা তারা কোন সোর্স থেকে পেলো এটা কি ডিটেইলে দেখানো উচিত ছিলো না।এতো এতো বড় মাপের অভিনেতারা ছিলো তাদের আরেকটু স্পেস দিয়ে  যথাযথ ব্যাবহার করা যেত।

মনোজ প্রামাণিক আর ফজলুর রহমান বাবু তো পুরাই wasted।


◾নিজস্ব মতামতঃ

আমি মুভিটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম।কিন্তু মুভিটা আমাকে হতাশ করেছে।আমার সাথে যারা দর্শক ছিলেন তারাও হতাশ হয়েছে।মুভির একটা সময় মনে হয়েছে এর চিত্রনাট্য কি সেই ব্যাক্তি (সানি সারোয়ার)লিখেছেন যিনি ঢাকা অ্যাটাক লিখে ২০১৭ সালে সবাইকে চমকে দিয়েছিলেন।একটা মুভি ডিরেক্টরের হাতে থাকে, সে যেমনটি চায় মুভিকে আকার দিতে পারে।মিশন এক্সট্রিমে একজন পার্ফেক্ট ডিরেক্টরের প্রয়োজন ছিলো(যেমনটি ঢাকা অ্যাটাকে দ্বীপনংকর দীপন ছিলেন)।চিত্রনাট্য দূর্বল হওয়ায় আমি গল্পের সাথে কানেক্ট হতে পারিনি।কিছু সিন তো হুদাই মনে হয়েছে।প্রথম হাফ অনেক বোরিং ছিলো,সেকেন্ড হাফে গল্প  ঠিকঠাক এগিয়েছিলো,এন্ডিংয়ে একটা টেনশন কাজ করেছিলো।সত্যি বলছি আমার কাছে এটা প্রোপার এন্ডিং মনে হয়নি।পুরো গল্পটা এক পার্টেই শেষ করা যেত।এই পার্টে তেমন কিছুই ছিলো না।মিশন এক্সট্রিম ঢাকা অ্যাটাকের তুলনায় কিছুই না।


★★★কিছু জিনিস খারাপ লেগেছে,যেমন অারেফিন শুভ এখানে ফজলুর রহমান বাবুকে "তুই" করে সম্মোধন করেছেন।মানলাম শুভ বড় অফিসার আর ফজলুর বাবু একজন ইনফর্মার চরিত্রে  ছিলো কিন্তু এখানে তো "আপনি"ও ব্যাবহার করা যেত।বোম ব্লাস্টে মানুষ মারা গেলো কিন্তু তার হাতের স্যামস্যাং ফোন অক্ষত।এক্সাইটিং সিনগুলার পরে হঠাৎ করে প্রেমের কিছু সিন বা-দিক দিয়ে ঢুকিয়ে দেওয়া এগুলা সত্যি বাজে লাগছে।শেষে, The war is not over শুভর মুখ দিয়ে না বলিয়ে তাসকিনের মুখ দিয়ে বলানো যেতো।


★পুরো রিভিউ টি পড়ার পর অনেকেই বলবে নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য মুভিটা দেখছি কিন্তু ব্যাপার টা সত্যি নয়। যদি তাই হতো তাহলে এতো নেগেটিভ রিভিউ পড়ার পরও আমি সময় নষ্ট করে হলে যেতাম না।


★★★আমি বলবো মিশন এক্সট্রিম একটি ভালো প্রচেষ্টা ছিলো।আপনারা যদি মুভিটা হলে গিয়ে দেখে এসে ভুলটা ধরিয়ে দেন তাহলে মেকার্সরা খুশি হবেন,পরে আরও ভালো করার চেষ্টা করবেন।আমাদের উচিত ভালো ভালো দেশীয় সিনেমার পাশে থাকা।প্রযোজক,পরিচালককে তাদের কাজের জন্য উৎসাহিত করা।তাহলে পরে আমাদের আরো ভালো কিছু উপহার দিবেন।


★আমাদের দেশে সচারাচর যে ধরনের সিনেমা বানানো হয়

 মিশন এক্সট্রিমকে সেই হিসেবে ভিন্নধারার বলা চলে।তবে এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করলে ভুল হবে।আশা করবো মিশন এক্সট্রিমের পার্ট ২ ভালো হবে।


⭕Personal Rating:6/10



ধন্যবাদ☺️......



এই পেজে ৫ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই Download পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি Download করে নিবেন

Your download will begin in 10 seconds



Download

0 Comments