মুভি রিভিউ
মুভিটা Download করার আগে এই রিভিউটা পড়তে পারেন
Name: Pushpa - The rise
Casting: Allu arjun, Rashmika, Fahadh Faasil
Story, Screenplay, Direction: Shukumar
IMDB rating: 8 (4.4k vote)
Rotten Tomatoes: (not yet)
"পৃথিবীর সমস্ত ব্যবসা, কারবার চলে প্রয়োজন নিয়ে, পন্য নিয়ে নয়। বস্তুত পন্য বলতে কিছু নেই, আপনি যতক্ষণ প্রয়োজন বুঝতে পারবেন, ততক্ষণ আপনিও কারবার করতে পারবেন।
এই জন্যেই ডায়মন্ড এর এত দাম, আর এত হাহাকার! কারন এর প্রয়োজন আছে, যোগান খুব বেশি নেই"
গল্পঃ
গল্প টা পুস্পা রাজ নামে এক ট্রাক/লরি ড্রাইভার কে নিয়ে, যার বেড়ে ওঠা 'লাল চন্দন' নামে বিরল এক গাছের (কাঠ) জঙ্গল আর সেই কাঠের চোরাচালান কে ঘিরে। ভীষন সাহসী, জেদি আর উচ্চাকাঙ্খী পুস্পা সামনে এগিয়ে যেতে কাউকেই পরোয়া করে না। যেহেতু খুবই বিরল একটি জিনিসের চোরাকারবার আর সেটা ঘিরে কোটি কোটি টাকার ব্যাবসা, সেহেতু রাঘব বোয়াল থাকাটা স্বাভাবিক। প্রেমিকা, মা, নিজের বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে থাকে পুস্পা। তার এই এগিয়ে যাওয়াটাই মূলত এই পর্বের মূল গল্প।
মূল পর্বঃ 💥( হাল্কা স্পয়লার আছে)💥
পরিচালক মূলত একটি মাসালা মুভি হিসেবে এটি বানিয়েছেন এবং মোটামুটি ভাবেই ব্যালেন্স করেছেন। একশন থ্রিলার এর সাথে হাল্কা রোমান্স আর একটু রুট লেভেলের স্টোরি নিয়ে সাজিয়েন প্রথম পর্ব। আমি মূলত হিন্দি ডাবিং টা দেখেছি আর হল প্রিন্ট হওয়াতে খুব একটা ভালো করে সব টা ব্যাখা করা সম্ভব নয়। তবে চেষ্টা করা যাক।
সিনেমা টা তে শক্ত দিক যেমন আছে, দূর্বল দিক ও আছে। দূর্বল দিক টা আগে বলি....
সাউথ সিনেমার স্টাইল হলো ক্যারেক্টার বিল্ডিং, একশন জনরার সিনেমা গুলো তে তারা মূলত হিরো কে একদম আকাশে উঠিয়ে দেয় পারলে। এটার একটা ভালো দিক হলো, এতে করে দর্শক এর একটা মনস্তাত্ত্বিক অনুভুতি কাজ করে। হিরোর সাথে একটা বন্ধন তৈরি হয়। কেজিএফ যেভাবে রকি ক্যারেক্টার বানিয়েছিলো, কিংবা বাহুবালি!
পুস্পা ক্যারেক্টার টার প্রতি আর একটু সময় দেয়া উচিত ছিল। ৩ ঘন্টা স্ক্রিন টাইম যথেষ্ট ছিলো এটার জন্য।
রোমান্স টার দিকে আরো মনোযোগ দিলে, পার্ট টু তে একটা ভালো ফল পাওয়া যেত।
যদিও হল প্রিন্ট দেখেছি, তবুও মনে হয়েছে এডিটিং সামান্য দূর্বল ছিল, এরকম বাজেটের সিনেমার ট্রানজিশন অনেক স্মুথ হওয়ার আশা সবাই করে। ব্লুরে তে ভালো করে বোঝা যাবে।
সাউন্ড মোটামুটি মানের ছিলো, তবে আরো এগ্রেসিভ লাগত।
ভালো দিক গুলা বলি এখনঃ
সব থেকে ভালো দিক টাই হলো গল্প টা।
তারপর আল্লু আর্জুনের নিজেকে ভেঙ্গে নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা বেশ লক্ষনীয়।
রান টাইম ৩ ঘন্টা হলেও বিরক্তি আসবে না তেমন, চিত্রনাট্য গোছানো হওয়াও, মনোযোগ থাকবে।
কিছু কিছু দৃশ্য তো পুরাই মাখন লেগেছে!
সিনেমার আসল কাহিনি রেখে দিয়েছে, পরের পর্বের জন্য, এটা এখন সাউথ ইন্ডাস্ট্রির স্টাইল।
মিউজিক, বিজিএম, কস্টিউমস:
সব কিছুই ঠিকঠাক ছিলো। গল্পের সাথে মিউজিক মানানসই ছিলো। বিজিএম কিছু কিছু জায়গায় এগ্রেসিভ লেগেছে। আর কস্টিউমস এর কথা বলতে গেলে, স্টাইলে মোড়ানো আল্লু আর্জুন কে ড্রাইভার এ মানিয়েছে ভালোই। গ্রহন করলেই, করা যায়!
কোরিওগ্রাফি ঃ
সব থেকে প্রশংসার দাবিদার এই অংশ টি। গান গুলোর কোরিওগ্রাফি একটু ভিন্ন ভাবে করার চেষ্টা করেছে, ভালোই লেগেছে।
আল্লু আর্জুনঃ
আমি আল্লু ফ্যান না মোটেও। তবে আমার মনে হয় আল্লু ফ্যান রা ইনজয় করবে খুব। কারন প্রথম পর্ব তেই বোঝা যাচ্ছে আল্লু কি করতে যাচ্ছে। নিজেকে নতুন করে উপস্থাপন, ড্রাইভার এর সাথে আল্লু এটিচিউড আর পরিবার প্রিতি সব মিলিয়ে বেচারা নিরাশ করবে না কোন ফ্যান কেই।
আউট্রোঃ
হ্যা!! সিনেমার শেষের দিকে একটা ব্যাপার আছে। পুরো মজা জমিয়ে রেখেছে এই শেষের জন্য। তবে, পরিচালক একটু তারাহুরো না করলে বেশ হাইপ তৈরী করতে পারতেন।
ফাহাদ ফাসিল যতক্ষণ স্ক্রিনে ছিলো, পুরাই থ্রিল!! আমার এক প্রকার অস্বস্তি লাগছিল। এটাই সুযোগ ছিল ভিন্ন কিছু করার।
তবে লাল সোনার বিশাল এক রাজ্যের হাতছানি ছিলো শেষে, প্রথম পর্বে মনে হয় ১০-১৫% কাহিনি ছিলো।
** কেজিএফ, জন উইক এই টাইপ সিনেমাগুলা গতানুগতিক জনরার বাইরে গিয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেক সিনেমা ই তাদের সূত্র প্রতিফলিত করার চেষ্টা করে যাচ্ছে, সবাই কি আর সব পারে?
পুস্পাও তেমন একটি প্রচেষ্টা!
কেজিএফ এর মত সফল তা বলবো না, আবার একেবারে ফেলে দেয়ার মতও না!
২.৫ বিলিয়ন রুপি এমনি খরচ করে নাই ব্রো! পিকচার আবহি বাকি হ্যায়।
--দীর্ঘ বছর দেড়েক পর মনে হয় রিভিউ দিলাম-- 💪
Your download will begin in 20 seconds
Download
0 Comments