মুভির নাম :- সাবরিনা
এইখানে মুভির একটা রিভিউ তুলে ধরা হয়রছে ।
মুভিটা সম্পর্কে একটা ধারণা দেয়ার জন্য । রিভিউটা পড়তে থাকুন ততক্ষনে অটোমেটিক ভাবে আপনাকে ডাওনলোড পেজে নিয়ে যাবে
_____________________________________________
#NoSpoiler⚠
আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই খবরের কাগজে কিংবা টিভি নিউজে চোখ রাখলেই দেশের কিংবা দেশের বাইরে নারীর প্রতি সহিংসতার নিউজ চোখে পড়বেই। এটা নতুন কোনো ঘটনা না। নির্যাতন, হত্যা, ধর্ষণ, সমাজের কালচে দিকগুলোতে সবচেয়ে বেশি দোষারোপ করা হয় নারীদের। কেউ এসব ঘটনায় প্রতিবাদ করে আবার কেউ সমাজ আর পরিবারের সদস্যদের সম্মানহানির ভয়ে মুখ খুলতেও কয়েকবার ভাবে। এরকমই কিছু ঘটনাকে কেন্দ্র করে আশফাক নিপুন বানিয়েছেন "সাবরিনা"। নিপুনের "সাবরিনা" ছিলেন মেহজাবীন ও অর্ষা। দুজনের দূর্দান্ত পারফর্মেন্সের সাথে সমাজের নিপীড়িত নারীর গল্প একদম পারফেক্ট মানিয়েছে। স্ট্রং নির্দেশনা। সুন্দর গল্প।❤
বাকি চরিত্রগুলো দারুণ করেছে। নিদারুণ নির্দেশনায় নিদারুণ অভিনয়। ইয়াস রোহান, শাওন, ইন্তেখাব দিনার, রুনা খানের চরিত্র যেন বাস্তব প্রতিবিম্ব। আটটি পর্বেই সবাই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে গেছেন। ঘটনা প্রবাহের সাথে সাথে নতুন চরিত্রের আগমন। শিশুশিল্পী মুনতাহার কিউট লুক, কিউট পারফর্মেন্স ছিলো। এটা সিরিজের আরো একটি আকর্ষণীয় দিক।😍
সর্বশেষ কথা, সাবস্ক্রিপশন নিয়ে দেখার মতোই একটা কন্টেন্ট। যারা এখনো দেখেননি তারা সময় করে দেখে নিতে পারেন। মিস করলেই ভালো একটি কন্টেন্ট মিস। হইচই সাবস্ক্রাইব করে বসে পড়ুন স্ক্রিনের সামনে আর উপভোগ করুন "সাবরিনা"।😎
একজন সাবরিনা, হাজারো নারীর গল্প।
Highly Recommended🌱
To Be Continued .........
___________________________________________________এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই ডাওনলোড পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি ডাওনলোড করে নিবেন
0 Comments