;

Antim: The Final Truth (2021)

 

Antim




 মুভির নাম :- Antim


এইখানে মুভির একটা রিভিউ তুলে ধরা হয়রছে ।

মুভিটা সম্পর্কে একটা ধারণা দেয়ার জন্য । রিভিউটা পড়তে থাকুন ততক্ষনে অটোমেটিক ভাবে আপনাকে ডাওনলোড পেজে নিয়ে যাবে

_____________________________________________

দেখে ফেললাম Antim: The Final Truth মুভিটা।

এই মুভিটা মারাঠি মুভি Mulshi Pattern এর রিমেক।

আমি অরিজিনালটা আগে দেখেছি।কাহিনীটা খুব ভালো লেগেছে আমার কাছে।

Antim: The Final Truth যেহেতু রিমেক মুভি তাও দেখলাম মুভিটা।মুভিটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে।

এই মুভিতে অভিনয় করেছেন - সালমান খান,আয়ুষ শার্মা,যীশু সেনগুপ্ত।  


যে যত পাপ কাজ করুক না কেন একদিন তাকে তার পাপের শাস্তি ভোগ করতে হবে। 


🔴🔴🔴 হালকা স্পয়লার 🔴🔴🔴

প্লট- 

এই দুনিয়াতে অপরাধীদের শাস্তি দেয়ার ক্ষমতা নেই বললেই চলে।দুর্নীতি,রাজনীতির প্যাঁচে জেল থেকে বেরিয়ে পড়ছে ভয়ানক সব সন্ত্রাসী।পুলিশ কিছু করতে চাইলেও কিছু করতে পারছে না।বড় বড় মানুষের হাতে রয়েছে আসল ক্ষমতা।আর পুলিশের ক্ষমতা চলে শুধু নামে মাত্র।ক্ষমতাশালী মানুষরা অন্যকোন মানুষকে টাকা দিয়ে অপরাধীর জায়গায় নিজের নাম দিয়ে দেয়।পুলিশের কাজ হচ্ছে শুধু তাদের কথামত চলা।আসল অপরাধীকে ধরতে চাইলেও তারা পারবে না ধরতে।এই মুভির কাহিনী হচ্ছে রাহুলকে নিয়ে।রাহুলের পরিবার অনেক গরীব।তার বাবা ছিলেন একজন কৃষক।ধনীরা তাদের উপর অত্যাচার করলেও রাহুলের বাবা এসব মেনে নিতো।কিন্তু রাহুল এসব সহ্য করতে পারতো না।রাহুল কোন কাজ কর্ম করে না তাই পরিবারের কটু কথা তার শুনতে হয়।এরপর,রাহুলের পরিবার পুনেতে গিয়ে বসবাস করে।তারা সেখানে শ্রমিকের কাজ করে।সেখানেও রয়েছে বিভিন্ন সমস্যা।

একসময়, রাহুলের সাথে মারামারি হয় সেখানের কিছু গুন্ডাদের সাথে।পুলিশ থানায় নিয়ে আসে রাহুলকে।থানায় সেখানকার পুলিশ অফিসার রাজভীর সিং এর সাথে তাদের দেখা হয়।রাহুলকে বেশ কয়েকবার অপরাধ করতে দেখে রাজভীর সিং।এইবার রাহুলকে জেলখানায় পাঠানো হয়।রাহুল পুনের রাজা নান্না ভাইয়ের সাথে জেলখানায় দেখা হয়।রাহুলের সাথে ভালোই খাতির হয় তার।

এরপর, ধীরে ধীরে রাহুল নেতাদের ক্ষমতার মাধ্যমে খারাপ পথে চলতে থাকে।একের পর এক অন্যায় রাহুল করেই চলছে।পুলিশ অফিসার রাজভীর সিং সকল গ্যাংস্টারদের ধ্বংস করতে চায় কিন্তু সে করতে পারে না।

এরপর, শুরু হয় একের পর এক ঘটনা।শেষে কি হয় সেটা জানতে হলে দেখে ফেলুন এই মুভিটি।

হ্যাপি ওয়াচিং। 🙂🙂🙂

___________________________________________________


এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই ডাওনলোড পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি ডাওনলোড করে নিবেন

মুভি ডাওনলোড হতে সময় বাকি 20 seconds




Keywords:-Antim

0 Comments