মুভির নাম :- Valimai
এইখানে মুভির একটা রিভিউ তুলে ধরা হয়রছে ।
মুভিটা সম্পর্কে একটা ধারণা দেয়ার জন্য । রিভিউটা পড়তে থাকুন ততক্ষনে অটোমেটিক ভাবে আপনাকে ডাওনলোড পেজে নিয়ে যাবে
_____________________________________________
অনেক দিন অপেক্ষায় ছিলাম এই মুভির জন্য। কিন্তু মিক্সিড রিভিউ দেখে একটু ভ্যাবাচ্যাকা খেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত দেখেই নিলাম। অজিত কুমার মানেই অ্যাকশন। এই মুভিতেও সেই অ্যাকশন ছিল ভরপুর। গল্প তেমন মজবুত না হলেও ম্যাসেজ ছিল ভালো। মোটামুটি ভালো লেগেছে।
চোর পুলিশের গল্প নিয়ে মুভির শেষ নেই। আর এই চোর পুলিশের খেল শুরু হয় ক্রাইমের মধ্যে দিয়ে। আর ক্রাইম গুলো হয় সাধারণত ড্রাগস, ছিনতাই কিংবা মার্ডারের মধ্যে দিয়ে। এই মুভিতেও সেই একই গল্প নিয়ে হলেও অসাধারণ ছিল বাইক চেজিং সিন গুলো। সব গুলো বাইক চেজিং ছিল অসাধারণ। তবে গল্প আরেকটু মজবুত হলে বেশি ভালো লাগতো।
অজিত কুমার যেখানে ধুমধাড়াক্কা সেখানে। বেশ ভালো অভিনয় করেছে। সোয়াগ গুলো অসাধারণ ছিল। অ্যাকশন সিন গুলোতে তার স্টাইল দারুণ লেগেছে। মোটকথা বাইক চেজিং গুলো সে নিজে করেছে। হুমা কুরেশি বেশ ভালো অভিনয় করেছে। ভিলেন চরিত্রে কার্তিকেয় গুম্মাকোন্ডা দারুণ ছিল। তার এক্সপ্রেশন গুলো অসাধারণ লেগেছে।
এই মুভি এগিয়ে থাকবে দারুণ ক্যামেরা ওয়ার্কের জন্য। বাইক সিন গুলোতে ক্যামেরার কাজ দারুণ লেগেছে। সিনেমাটোগ্রাফি মোটামুটি। কিন্তু অজিতের মুভি গুলোতে সব সময় যেমন বিজিএম পেয়ে থাকি সে তুলনায় কিছুটা কম লেগেছে। যাইহোক অ্যাকশন সিন গুলোর জন্য ভালোই লাগবে তাই দেখতে পারেন।
Happy Watching🖤
___________________________________________________এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই ডাওনলোড পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি ডাওনলোড করে নিবেন
0 Comments