মুভির নাম :- Maaran
এইখানে মুভির একটা রিভিউ তুলে ধরা হয়রছে ।
মুভিটা সম্পর্কে একটা ধারণা দেয়ার জন্য । রিভিউটা পড়তে থাকুন ততক্ষনে অটোমেটিক ভাবে আপনাকে ডাওনলোড পেজে নিয়ে যাবে
_____________________________________________
আজকে দেখে শেষ করলাম ধানুষের তামিল মুভি মারাণ। জাগামে থান্ডিরাম এরপর ওটিটি রিলিজ হওয়া মুভিগুলোর মধ্যে আবারও হতাশ করলো ধানুষ এই মুভিটার মাধ্যমে। বেশি কিছু আশা রেখে দেখিনি কিন্তু মুভিটা তেমন একটা ভালো লাগেনি।
স্পইলার - একজন সাংবাদিক নিজের জীবনের কথা না ভেবে ক্ষমতাসীন লোকদের অন্যায় অত্যাচার খবরের কাগজে প্রকাশ করাই তাকে হত্যা করা হয় এবং তার ছেলের সামনে। অন্যদিকে ঐ সাংবাদিকের স্ত্রী ও একটি কন্যা সন্তান জন্ম দিয়ে হসপিটালে সেদিন মারা যান। তারপর এই সাংবাদিকের ছেলের বয়স খুব কম তাও নিজের বোন'কে মামার সহযোগিতায় বড় করেছে এবং সে নিজেও বাবার মতো একই পেশা বেছে নিলেন। তার বাবার মতো সে নিজেও একদিন একজন রাজনীতিবিদের বিরুদ্ধে কিছু প্রমাণ টিভি চ্যানেলের খবরে প্রকাশ করেছেন। তারপর তার বাবার মতো তার বোন ও তার নিজের উপরেও হামলা হয় এবং একই রকমের সমস্যায় পড়তে হয়।
এরপর এই মুভির কাহিনী কোনদিন যায় এবং শেষমেশ সে কি পারবে এই যুদ্ধে সফল হতে! তা জানতে মুভিটা দেখতে হবে।
এই মুভি'তে ধানুষ একজন টিভি চ্যানেলের লেখকের রোলে অভিনয় করেছেন এবং লিড এক্ট্রেস মালভিকাও একজন সাংবাদিকদের রোলে অভিনয় করেছেন। তাদের অভিনয় খারাপ হয়েছে এরকম না কিন্তু এতোটা ভালোও লাগেনি। কারণ গুরুত্বপূর্ণ সিন বেশি একটা ছিলো না আর যেগুলো গুরুত্বপূর্ণ সিন আছে সেগুলোর পরিচালনা ঠিকভাবে হয়নি।
কার্তিক এর পরিচালনা দূর্বল মনে হয়েছে এবং মুভির স্ক্রিনপ্লে খুব স্লো। সব দিক থেকে বিবেচনা করে বানানো হয়নি মুভিটা।
ভালো লেগেছে ধানুষ ও ম্রুথি ভেঙ্কেট তাদের ভাইবোনের কিছু সিন এবং অল্প কিছু ইনভেস্টিগেশন সিন। ভিলেন রোলে সামুথিরাকানির মতো পাওয়ারফুল এক্টর 'কেও ভালোভাবে ইউজ করতে পারেনি।
তারপর মুভির মিউজিক ডিরেক্টর প্রকাশ কুমারের গান গুলোও মুভির প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার মতো না।
যা-ই হোক, মুভিটা একেবারে খারাপ এরকম না আবার একেবারে ভালো এরকম ও না, এ্যাভারেজ বলা যায়। ক্লাসিক মুভি বাদেও ধানুষের অনেক কমার্শিয়াল মুভি আছে যেগুলো অনেক ভালো কিন্তু এই মুভিটা সেগুলোর তুলনায় ভালো হয়নি।
___________________________________________________এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই ডাওনলোড পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি ডাওনলোড করে নিবেন
0 Comments