মুভির নাম :-
এইখানে মুভির একটা রিভিউ তুলে ধরা হয়রছে ।
মুভিটা সম্পর্কে একটা ধারণা দেয়ার জন্য । রিভিউটা পড়তে থাকুন ততক্ষনে অটোমেটিক ভাবে আপনাকে ডাওনলোড পেজে নিয়ে যাবে
_____________________________________________
এমন এক মুভি যে মুভিতে দোষী কে দোষ দেওয়ার উপায় নাই আবার নির্দোষও বলা যাবে না।
[ নো_স্পয়লার ]
জলসা! সমাজের জলসা, প্রভাবশালীদের জলসা, রাজনৈতিক জলসা, প্রশাসনিক জলসা, অসাধু সাংবাদিকতার জলসা, দুর্দান্ত জলসা। শুধু মাত্র দুই চরিত্র কে ফোকাস করে যে অসাধারণ মুভি নির্মাণ করা যায় তা দেখিয়ে দিয়েছে সুরেশ ত্রীভেনী। জনরা ক্রাইম থ্রিলার হলেও ভালোবাসা, অপরাধবোধ, মনুষ্যত্ব, ক্ষোভ, লালসা উঠে এসেছে। বেশ ভালো লেগেছে।
একটি কালো রাত, দুই মা, এক দুর্ঘটনা। আর তারপর থেকে সাসপেন্স শুরু। সামনে কি হচ্ছে বা কি হতে চলছে শুধু সেইটার ভাবনাতে ছিল। দুর্ঘটনা ঘটতে তো আর সময় লাগে না। তবে কোনো কোনো দুর্ঘটনা নিজেদের দোষেও হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুই পক্ষের দ্বায় এড়িয়ে যাওয়া সুযোগ নেই। কিন্তু দুর্ঘটনা হয়ে যাওয়ার পর দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি কে ফেলে যাওয়া ক্রাইম বিগ ক্রাইম।
প্রথমে বলবো সবার অভিনয় খুব ভালো ছিল। আর দুই লিড চরিত্রের অভিনয় দুর্দান্ত। বিদ্যা বালান ভালো গল্পে যে সেরার সেরা তা আরও একবার প্রমাণ দিয়েছে। যে চরিত্রে নিজেকে উপস্থাপন করেছে সে চরিত্রে একদম পারফেক্ট ছিল। আর শেফালি শাহা শুধু ভালো অভিনয়ই করেনি অবাকও করে দিয়েছে। কি এক্সপ্রেশন তার। চোখেই যেন কত কথা লুকিয়ে ছিল।
সিনেমাটোগ্রাফি খুব সুন্দর ছিল। স্ক্রিন প্লে চমৎকার লেগেছে। যে বিজিএম টা ইউজ করা হয়েছে তা আমার কাছে খুব ভালো লেগেছে। একটি গল্প কে কেন্দ্র করে যে বিষয় গুলো দেখানো হয়েছে তা খুব ভালো লেগেছে। শেষটাও সুন্দর ছিল। তাই দেখতে বসলে যে কেউ হতাশ হবে না এইটা বলতে পারি। দ্রুত দেখে ফেলুন দুর্দান্ত জলসা।
Happy Watching🖤
___________________________________________________এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই ডাওনলোড পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি ডাওনলোড করে নিবেন
0 Comments