মুভি রিভিউ
মুভিটা Download করার আগে এই রিভিউটা পড়তে পারেন
🎬Movie-Mahaan [2022]
Cast-Chiyaan Vikram, Dhruv Vikram,Boby Simha,Simran
Director -Karthik Subbaraj
Language -Tamil (Bsub)
☣️{{No Spoiler }}
আমার তামিল ইন্ডাস্ট্রি তে সবচেয়ে প্রিয় নায়ক হলো। থালাপাতি বিজয় 🤎 আর দ্বিতীয় পছন্দ হলো বিক্রম 🖤। আর যাই হোক মুভিতে তার পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না। সে যে কি জিনিস তা অনেক আগেই প্রমাণ করেছে। আপনি শুধু তার পারফরম্যান্স টাকে উপভোগ করুন। সব ছবির মতোই এইটাতেও বিক্রম এর অভিনয় 🔥।ববি সিমহাও দারুন করেছে। কিন্তু, এছাড়াও বিক্রম এর ছেলে ধ্রুব বিক্রম তো পুরাই ফাটিয়ে দিয়েছে। আসলে দেখতে হবে তো ছেলে টা কার? যার বাবা অভিনয়ের গড, তার উপর তো আলাদা প্রেশার থাকেই। কিন্তু বাবার সাথে পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন ধ্রুব 🤎
ছবিটাও সব জায়গা থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে। আমিও দেখলাম এই গ্যাংস্টার, ড্রামা টা। একবার আরামসে এই দেখা যাবে। খুব একটা বড় লাগে নি আমার কাছে তবুও আরেকটু রানটাইম কমালে ব্যাপার টা জোস হতো। কিন্তু যা ছিলো তা মন্দ না। গান্ধী নাম হলেই কিন্তু গান্ধী হয়ে যায় না। নিজের ইচ্ছা মতো বাচার ইচ্ছা সবারই থাকে।
কিন্তু, "পাপ তো বাপ কেও ছাড়ে না " এটা এই ছবিতে খুব ভালোভাবে দেখাতে চেয়েছেন ডিরেক্টর কার্তিক সুব্বারাজ। বিক্রম আর কার্তিক দুজনই বেশকিছু দিন যাবত অফফর্মে ছিলো। বলাই যায় যে পার্ফেক্ট কামব্যাক ছিলো। আমি গল্পের কিছুই বলিনি। সেটা নাহয় আপনারাই দেখে নিবেন।
যারা বাংলা সাবটাইটেল বানিয়েছে তাদের ধন্যবাদ। এনাদের জন্যই বিভিন্ন ভাষার মুভি আমরা নিজের মাতৃভাষা তে দেখতে পারি। ভালোবাসা অবিরাম তাদের জন্য 🖤
বিক্রম এর সামনে মুক্তির অপেক্ষায় আছে "কোবরা 🐍" সেটার জন্য খুব এক্সাইটেড 🔥সেটাতে বিক্রম কে সাতটি আলাদা আলাদা লুকে দেখা যাবে। শুভ কামনা রইলো মুভিটার জন্য
(বি.দ্র. ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)
এই পেজে ১০ সেকেন্ড অপেক্ষা করুন তাহলে দেখবেন অটোমেটিক ভাবেই Download পেজে চলে যাবে পরে সেখান থেকে আপনার মুভিটি Download করে নিবেন
Your download will begin in 20 seconds
Download
0 Comments